মিল খোলার দাবিতে রেল অবরোধ, জনজীবন স্তব্ধ, নিত্যযাত্রীরা মহাসমস্যায়

মিল খোলার দাবিতে রেল অবরোধ, জনজীবন স্তব্ধ, নিত্যযাত্রীরা মহাসমস্যায়

মিল খোলার দাবিতে রেল অবরোধ, জনজীবন স্তব্ধ, নিত্যযাত্রীরা মহাসমস্যায়জুট মিল শ্রমিকদের অবরোধের জেরে বন্ধ শিয়ালদহ মেন শাখায় রেল চলাচল। মিল খোলা ও বকেয়া পাওনার দাবিতে এদিন সকাল থেকেই এগারো নম্বর রেলগেটের সামনে অবরোধ শুরু করেন লুমটেক্স জুট মিলের শ্রমিকরা। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় রেল চলাচল। সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। (ফাইল ছবি)--

দীর্ঘক্ষণ এই রেল অবরোধে সবচেয়ে বেশী সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অফিসে পৌঁছতে সবারই বেশ দেরী হয়ে যায়।

First Published: Monday, January 27, 2014, 10:36


comments powered by Disqus