Last Updated: January 27, 2014 10:36

জুট মিল শ্রমিকদের অবরোধের জেরে বন্ধ শিয়ালদহ মেন শাখায় রেল চলাচল। মিল খোলা ও বকেয়া পাওনার দাবিতে এদিন সকাল থেকেই এগারো নম্বর রেলগেটের সামনে অবরোধ শুরু করেন লুমটেক্স জুট মিলের শ্রমিকরা। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় রেল চলাচল। সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। (ফাইল ছবি)--
দীর্ঘক্ষণ এই রেল অবরোধে সবচেয়ে বেশী সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অফিসে পৌঁছতে সবারই বেশ দেরী হয়ে যায়।
First Published: Monday, January 27, 2014, 10:36