যাত্রীভাড়া ও পণ্য  মাসুল বৃদ্ধি নিয়ে রেলমন্ত্রীর মন্তব্য, Railway Minister`s reaction on rail fare

যাত্রীভাড়া ও পণ্য  মাসুল বৃদ্ধি নিয়ে রেলমন্ত্রীর মন্তব্য

যাত্রীভাড়া ও পণ্য  মাসুল বৃদ্ধি নিয়ে রেলমন্ত্রীর মন্তব্যযাত্রীভাড়া ও পণ্য  মাসুল বাড়ানো ছাড়া যে রেলের আয় বাড়ানোর উপায় নেই, তা স্বীকার করে নিলেন রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদী। বুধবার দিল্লিতে সংবাদপত্র সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, রেলের যে একশো উনপঞ্চাশটি প্রকল্প রয়েছে, তার মধ্যে অর্থনৈতিক ভাবে লাভজনক মাত্র চোদ্দটি।  রেলের এই আর্থিক সঙ্কট কাটাতে রাজস্ব সংগ্রহ নীতির পুনর্মূল্যায়ন জরুরি বলে মন্তব্য করেন রেলমন্ত্রী।

First Published: Wednesday, October 19, 2011, 20:05


comments powered by Disqus