Last Updated: December 12, 2012 18:52

মেট্রোরেলে চাকরির নিয়োগপত্র। তাও আবার প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর লেটারহেডে। চাকরির জন্য দিতে হয়েছে ২ লক্ষ টাকা। টাকার রসিদ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসর প্যাডে। অভিনব এই প্রতারণার দায়ে রিজেন্ট পার্ক এলাকার এক যুবককে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিস।
দু`লক্ষ টাকা দিলেই মিলবে মেট্রোরেলে চাকরি। অগ্রিম বাবদ দিতে হবে ৭০ হাজার টাকা। প্রতারণার জন্য এমনই ফাঁদ পেতেছিল যাদবপুরের রিজেন্ট কলোনি এলাকার বাসিন্দা সুবর্ণ গুহ। সত্তর হাজার টাকা অগ্রিম দেওয়ার পরেই মিলত তৃণমূল কংগ্রেসের দলীয় প্যাডে রসিদ। এরপরই চাকরি প্রার্থীদের দেওয়া হত প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর লেটার হেডে নিয়োগপত্র। মেট্রোরেলের খামে সেই নিয়োগপত্র ডাক মারফত্ পাঠানোও হত প্রার্থীদের বাড়িতে। দেওয়া হত মেট্রোরেলের পোশাক ও ব্যাজ। কিন্তু কাজে যোগ দিতে গিয়েই চাকরিপ্রার্থীরা জানতে পারতেন প্রতারিত হয়েছেন তাঁরা। এনিয়ে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন কয়েকজন প্রতারিত যুবক। অভিযোগের ভিত্তিতে সাবর্ণ গুহকে গ্রেফতার করেছে পুলিস। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সাবর্ণ গুহর বাবা সাধনরঞ্জন গুহকেও। এই ঘটনার সঙ্গে মেট্রো রেলের কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।
First Published: Wednesday, December 12, 2012, 18:52