Last Updated: May 8, 2014 21:00

চিলড্রেন অফ ওয়ার। ছবির বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের সৈনিকরা কীভাবে ধর্ষণকে অত্যাচারের অস্ত্র হিসেবে ব্যবহার করত তা বিশেষ জায়গা পেয়েছে ছবিতে। আর সেই ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে গিয়েই বেশ বেগ পেতে হল রাইমা সেন, তিলোত্তমা সোমের মতো অভিনেত্রীদেরও।
শুটিংয়ের পর রাইমা বলেন, "আমার শরীরের মধ্যে ভয়ের অনুভূতি হচ্ছিল। আমার জীবনে অভিনয় করা সবথেকে কঠিন দৃশ্য।" অন্যদিকে তিলোত্তমা বলেন, "ধর্ষণের দৃশ্যের জন্য নিজেকে তৈরি করা একেবারেই সহজ নয়। সেইসঙ্গেই এই ভয়াবহতা যে কোনও মহিলার পক্ষেই অনুভব করা সহজ। আমরা প্রতিদিন এই ভয়ের সঙ্গেই বাঁচি।"
রাইমা, তিলোত্তমার সঙ্গে একমত পরিচালক মৃত্যুঞ্জয় দেবরাতও। বললেন, "আমরা দৃশ্যগুলোকে এভাবেই শুট করেছি যাতে কেউ কোনওদিন ধর্ষণ ক্ষমা করার কথা ভাবতেও পারবে না।" এর আগে ছবির নাম ভাবা হয়েছিল দ্য বাস্টার্ড চাইল্ড। পরে তা বদলে করা হয় চিলড্রেন অফ ওয়ার। ছবিতে রয়েছেন ভিক্টর ব্যানার্জি, পবন মলহোত্রা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ঋদ্ধি সেন, নবাগতা রুচা ও ফারুক শেখ।
ছবিটি প্রযোজনা করেছে পেন্সিল সেল মুভিজ। মু্ক্তি পাচ্ছে আগামী ১৬ মে।
First Published: Thursday, May 8, 2014, 21:00