পুজোর আগে শেষ রবিবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

পুজোর আগে শেষ রবিবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

পুজোর আগে শেষ রবিবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতরকাল রবিবার যাঁরা চুটিয়ে পুজোর কেনাকাটা করবেন ভেবেছেন তাঁদের জন্য খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর । আগামী কালও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস । 

নতুন জামাকাপড় পড়ে পুজোর কটা দিন গোটা রাত  মণ্ডপে মণ্ডপে ঘোরাও বানচাল হয়ে যেতে পারে। কেননা, নাছোড় বৃষ্টি পুজোর আনন্দে বাগড়া দেবে না এমন সুখবর শোনাতে পারছে না আলিপুর । গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে এই মুহূর্তে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা।  এর প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এই নিম্নচাপ অক্ষেরেখাই পুজোর আনন্দে জল ঢেলে দিতে পারে।    

First Published: Saturday, October 5, 2013, 20:00


comments powered by Disqus