rain hoogly

কোলা ব্যাঙের বে

Tag:  Hoogly Rain
 কোলা ব্যাঙের বে গনগনে রোদ। হাঁসফাঁস অবস্থা। দেখা নেই বৃষ্টির। এমনকী কালবৈশাখীরও দেখা মেলেনি। বৃষ্টির আশাতেই ব্যাঙের বিয়ে দিলেন আরামবাগের প্রতাপনগরের বাসিন্দারা।

শাঁখ, উলুধ্বনি, ঘণ্টাধবনি। রীতিমতো ধুমধাম করে বিয়ে। নয় নয় করে হাজির প্রায় শখানেক বরযাত্রী। বরযাত্রীর সংখ্যা একটু বেশি ঠেকছে তো! চড়া বাজারে বেশি বই কি! তবে ব্যাঙের বিয়ে বলে কথা। আরামবাগের প্রতাপনগরের প্রায় ঘণ্টা দুই ধরে চলল বিয়ের আসর। ধুমধাম করে বিয়ে তো হল। কিন্তু বৃষ্টি! বাসিন্দাদের স্থির বিশ্বাস বৃষ্টি নামবেই। বিয়ে যে ভালই হয়েছে।

First Published: Saturday, May 3, 2014, 01:20


comments powered by Disqus