টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার ১১টি ওয়ার্ড

টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার ১১টি ওয়ার্ড

টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার ১১টি ওয়ার্ড টানা বৃষ্টিতে বিপর্যস্ত হাওড়া।  জলমগ্ন হাওড়ার এগারোটি ওয়ার্ড। জল থই থই রাজ্যের নতুন প্রশাসনিক ভবন নবান্ন। পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে তুঙ্গে উঠেছে পুরমন্ত্রী ও হাওড়া পুরসভার জলকাজিয়া।

টানা বৃষ্টিতে নাকাল হাওড়া। সব থেকে খারাপ পরিস্থিতি  ছয়, নয়, কুড়ি এবং  আটত্রিশ নম্বর ওয়ার্ডের। রেল ট্র্যাকে জল জমে  ব্যাহত ট্রেন চলাচলও। বাতিল হয়েছে দক্ষিণ পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেন। হাওড়ার পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে বৈঠকে বসেন পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। যদিও মন্ত্রীর অভিযোগ মানতে নারাজ মেয়র মমতা জয়সোয়াল।

কিন্তু রাজনৈতিক তরজায়  আদৌ সমস্যার সমাধান হয়নি। রীতিমতো বিপর্যস্ত জনজীবন।

First Published: Saturday, October 26, 2013, 21:32


comments powered by Disqus