Last Updated: June 20, 2013 12:22

সকাল থেকেই কলকাতা শহরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হল। আর এই বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশে জমল জল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জলমগ্ন হওয়ার ফলে যান চলাচলে বেশ অসুবিধা হচ্ছে। জলমগ্ন শহরের নিত্যযাত্রীরা মহাসমস্যায় পড়ছেন।
শহর কলকাতার পাশাপাশি হাওড়া, দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন অংশেও বৃষ্টি হয়। সকাল থেকে ছিল আকাশের মুখ ভার। দশটার পর থেকেই শহরে শুরু হয় ভারী বৃষ্টিপাত। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টিপাত বলে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে।
জানান আপনার অঞ্চলে কোথায় জল জমেছে। নীচে লিখুন আপনার কমেন্ট
First Published: Thursday, June 20, 2013, 15:52