Rain killed 7 in Bengal

সকাল থেকে বৃষ্টি-তুফানে রাজ্যে বলি ৭

ঘুর্ণাবর্তের প্রবাভে বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে দুর্যোগ। ঝোড়ো হাওয়ার পাশাপাশি চলছে বজ্র-বিদ্যুত সহ বৃষ্টি। বজ্রাঘাতে এপর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

বজ্রাঘাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ৩ আমচাষীর মৃত্যু হয়েছে। রঘুনাথগঞ্জে মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়ছে ২ জনের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কুঁয়াপুরে মাঠে কাজ করার সময় বাজ পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আঠারো জন। অন্যদিকে আসানসোলের রানিগঞ্জে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন আরও একজন। সকাল থেকেই কালো মেঘে ঢেকে গিয়েছে কলকাতার আকাশ। চলছে মুষলধারায় বৃষ্টি। নদিয়া, বাঁকুড়াতেও চলছে ঝড় বৃষ্টি।

First Published: Saturday, May 31, 2014, 14:29


comments powered by Disqus