Last Updated: August 17, 2013 19:47

আজ শ্রাবণের শেষ দিন। খাতায় কলমে কাল থেকে শুরু হবে শরত্। যদিও এখনই বিদায় নিচ্ছে না বর্ষা। আবহাওয়া দফতরের খবর, রবিবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
ছোটবেলায় পড়া, আষাঢ়-শ্রাবণ এই দু মাস নিয়েই বর্ষাকাল। শনিবার তারই শেষ দিন। রবিবার থেকেই শরতের হিমের হাওয়া বাতাসে লাগার কথা। তবে এ সবই শুধু খাতায়-কলমে। প্রকৃতি আর কবে মানুষের যোগ-বিয়োগের হিসেব রেখেছে? চঞ্চলা প্রকৃতির আপন খেয়ালে এখনই নীল আকাশে গড়ে উঠবে না দুধ-সাদা পেঁজা মেঘের মিনার। শরতের শুরুতে রাজ্যজুড়ে থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আকাশের কোণে জমে থাকা কালো মেঘের ভ্রুকুটি জানান দিচ্ছে, এখনও বিদায় নেয়নি বর্ষা।
বৃষ্টি ভেজা শ্রাবণ শেষে অপেক্ষা রইল শরতের সুনীল আকাশের। ততদিন চলতে থাকুক বিরহী কবির বর্ষাবন্দনা।
First Published: Saturday, August 17, 2013, 19:47