দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে নেমে এল স্বস্তির বৃষ্টি

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে নেমে এল স্বস্তির বৃষ্টি

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে নেমে এল স্বস্তির বৃষ্টিরবিবারের পর সোমবারেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ঝড়বৃষ্টির কবলে। ঝড়ের সময় বজ্রপাতে ও খুঁটি উপড়ে বর্ধমানে মৃত্যু হয়েছে দুজনের। হুগলি ও বর্ধমানের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে ফসলের। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামে কলকাতা ও আশপাশের জেলাগুলিতেওবঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর আগাম সতর্কতা আগেই দিয়েছিল আবহাওযা দফতর। এদিন বিকেলের দিকে ঘন মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। সন্ধের মুখে ঝোড়ো হাওয়ার সঙ্গে নামে হাল্কা বৃষ্টি। অল্প বৃষ্টিতেই নেমে যায় শহরের তাপমাত্রার পারদ।

তবে তুমুল ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগ ঘনিয়ে আসে বর্ধমানে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে বর্ধমানের কেতুগ্রামে মৃত্যু হয়েছে এক মহিলার। বজ্রপাতে বর্ধমানের মাধবডিহিতে মৃত্যু হয়েছে আর ও একজনে। ঝড়ের সঙ্গে তুমুল শিলাবৃষ্টি হয় হুগলি জেলার আরামবাগ, খানাকুল, পুড়শুড়া, তারকেশ্বর, হরিপাল সহ বিস্তীর্ণ এলাকায়। বেশ কিছু এলাকায় ভেঙে পড়ে গাছ। এর জেরে কিছুক্ষণ বন্ধ ছিল দূরপাল্লার বাস পরিষেবা। অনেক এলাকায় বিদ্যুত্ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে রবিশস্য এবং সব্জিচাষের। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন এলাকায় এদিন ঝোড়ো হাওযার সঙ্গে বৃষ্টি নামে। রবিবারের ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণের দাবিতে এদিন কল্যাণী হাইওয়ে অবরোধ করেন নারায়ণপুর, কেউটিয়া এলাকার বাসিন্দারা। ঝড়বৃষ্টিতে ব্যাহত হয় বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারও।

First Published: Monday, March 24, 2014, 22:12


comments powered by Disqus