বৃষ্টি চলবে সোমবারেও, পুজোর আগে কপালে ভাঁজ বাঙালির

বৃষ্টি চলবে সোমবারেও, পুজোর আগে কপালে ভাঁজ বাঙালির

বৃষ্টি চলবে সোমবারেও, পুজোর আগে কপালে ভাঁজ বাঙালির নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি চলবে আগামী ২৪ঘণ্টাতেও। আলিপুর আবহাওয়া দফতরসূত্রে জানানো হয়েছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকেই এই বৃষ্টি। পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খন্ড ওড়িশায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পুজোর মুখে নিম্নচাপের বৃষ্টিতে চিন্তায় শহরবাসী। পাড়ায় পাড়ায় প্যান্ডেল তৈরি প্রায় শেষ। কিন্তু অকাল বৃষ্টিতে মাটি হতে বসেছে পুজোর আনন্দ। পুজোতেও মুখ ভারি থাকবে আকাশের এটাই এখন প্রশ্ন সবার।

First Published: Sunday, September 29, 2013, 20:51


comments powered by Disqus