Last Updated: May 2, 2013 21:59

চেন্নাই সুপার কিংস-১৮৬ (রায়না ১০০), কিংস পঞ্জাব- ১৭১
ভারতীয় হিসাবে আইপিএল সিক্সের প্রথম শতরান করলেন সুরেশ রায়না। এর আগে এবারের আইপিএলে শতরান করেন শেন ওয়াটসন, ক্রিস গেইল। বৃহস্পতিবার চিপকে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৫৩ বলে শতরান করলেন রায়না। মারলেন ৭টা বাউন্ডারি, ৬টা ওভার বাউন্ডারি। রায়নার দুরন্ত ব্যাটিংয়ে ভর করে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে করেছিল ১৮৬ রান।
জবাবে লড়াই করলেও প্রীতি জিন্টার দল শেষরক্ষা করতে পারেনি। শন মার্শ ৭৩ রানের দারুণ ইনিংস খেললেও পঞ্জাব ১৭১ রানের বেশি তুলতে পারেনি। এই জয়ের পর চেন্নাই সুপার কিংস প্লে অফে ওঠার নিশ্চিত করল। এবারের আইপিএলে ১১টা ম্যাচের মধ্যে ৯টাতেই জিতল চেন্নাই সুপার কিংস।
First Published: Thursday, May 2, 2013, 22:23