Last Updated: March 4, 2013 12:44

চরম অস্বস্তির মুখে শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ মন্ত্রিসভা থেকে মন্ত্রী রাজা ভাইয়া ওরফে রঘুরাজ প্রতাপ সিংকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পুলিস আধিকারিক খুনের ঘটনায় অভিযুক্ত রাজা ভাইয়া ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর পরিকল্পনাতেই এই খুন করা হয়েছে বলে রাজা ভাইয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত পুলিস আধিকারিকের স্ত্রী।
দীর্ঘদিন ধরেই উত্তর প্রদেশের ওই রাজনীতিবিদের বিরুদ্ধে অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। শনিবারই লখনউ থেকে ১০০ কিলোমিটার দূরে প্রতাপগড়ে খুন হন পুলিস আধিকারিক জিয়া উল হক। গুলি করে খুনের পর, চার দুষ্কৃতী গ্রামের মধ্যে দিয়েই নিহত পুলিস আধিকারিকে দেহ টেনে হিঁচড়ে নিয়ে যায়। ওই চারজনই রাজা ভাইয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত। জিয়া উল হকের স্ত্রীর অভিযোগের পরই সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। অখিলেশ যাদব প্রশাসনের ছত্রছায়ায় উত্তরপ্রদেশে গুণ্ডারাজ চলছে বলে অভিযোগ তোলেন মায়াবতী সহ অন্য বিরোধীরা।
First Published: Monday, March 4, 2013, 12:44