Last Updated: March 24, 2013 16:52

সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন এবং এলাকায় শান্তি ফেরানোর দাবিতে আজ রাজারহাট নিউটাউনে সিপিআইএমের ডাকে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। নেতৃত্বে রয়েছেন গৌতম দেব, অমিতাভ নন্দী, রেখা গোস্বামী, রবীন মণ্ডল সহ ওই জেলায় সিপিআইএমের শীর্ষনেতারা। নেতৃত্বের অভিযোগ, বিধানসভা ভোটের পর থেকে এলাকার ১২০ জন সিপিআইএম কর্মী ঘরছাড়া।
স্থানীয় সিপিআইএম কার্যালয়গুলিতেও একাধিকবার হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে আজ মিছিলের ডাক দেওয়া হয়েছে। নিউটাউনের নারকেলবাগান থেকে শুরু হয়ে বিধাননগরের অতিরিক্ত পুলিস কমিশনারের অফিসের সামনে শেষ হবে এই মিছিল। ঘরছাড়াদের ফেরানোর দাবি জানিয়ে বিধাননগরের পুলিস কমিশনারকে একটি গণ ডেপুটেশন দেওয়া হবে।
First Published: Sunday, March 24, 2013, 16:52