এখনও মাথায় কলসি নিয়ে জল আনতে যেতে হয়, তাই এবার ভোট দেবে না রাজস্থানের মহিলারা

এখনও মাথায় কলসি নিয়ে জল আনতে যেতে হয়, তাই এবার ভোট দেবে না রাজস্থানের মহিলারা

এখনও মাথায় কলসি নিয়ে জল আনতে যেতে হয়, তাই এবার ভোট দেবে না রাজস্থানের মহিলারা নেই জল। তাই না-ভোট। সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন গ্রামবাসীরা। যোধপুরের কাছেই চৌখা গ্রামে পানীয় জলের অভাব দীর্ঘদিনের। জলের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবার ভোট নিয়ে গেছেন নেতারা। কিন্তু, কংগ্রেস বা বিজেপি। কেউ কথা রাখেনি। বারবার প্রতারিত হয়ে এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন গ্রামবাসীরা। তাঁরা প্রয়োগ করবেন না ভোটের অধিকার।   

সোয়াই মাধোপুর থেকে যোধপুর যাওয়ার সড়কে রোজই দেখা যায় ওঁদের। ৪ কিলোমিটার দূরের কুয়োয় দল বেঁধে যান জল আনতে। প্রখর গ্রীষ্ম বা হাঁড়কাঁপানো শীত। আবহাওয়া যেমনই হোক, এ চলায় বিরাম নেই। কারণ গ্রামে জল নেই। স্বাধীনতার পর থেকে সাড়ে ছয় দশকে বহু নির্বাচন হয়েছে। প্রতিবার নেতারা এসেছে। প্রতিশ্রুতি এসেছে। কিন্তু গ্রামে জল আসেনি। সেই কথাই জানাচ্ছিল গ্রামের মহিলারা।

চৌখা গ্রামে অবশ্য নেই এর তালিকায় শুধু জল নয়। রয়েছে নিকাশি পরিকাঠামোর অভাব। পৌঁছয়নি বিদ্যুত্। পরিস্থিতি এমনই যে এই গ্রামের সঙ্গে আত্মীয়তার সূত্রে বাঁধা পড়তেও চান না আসপাশের এলাকার লোকেরা।

আবার এসেছে ভোট। গ্রামে এসে নেতারা আবারও দিয়েছেন প্রতিশ্রুতি। কিন্তু, গ্রামবাসীরা স্থির করেছেন এবার না ভোটের অধিকার প্রয়োগ করবেন তাঁরা।

First Published: Wednesday, November 27, 2013, 20:58


comments powered by Disqus