এখানে মোদী ফ্যাক্টর কাজ করবে না, জিতবে কংগ্রেসই, বললেন অশোক গেহলোট

এখানে মোদী ফ্যাক্টর কাজ করবে না, জিতবে কংগ্রেসই, বললেন অশোক গেহলোট

রাজস্থান ভোটের Highlights:

১. কংগ্রেসের প্রতি আস্থা হারিয়েছে মানুষ। বললেন বসুন্ধরা রাজে। আজ ঝলাওয়ারে নিজের ভোট দেন রাজে।

২. রাজস্থানে কাজ করবে না মোদী ফ্যাক্টর। দাবি অশোক গেহলোটের। যোধপুরে নিজের ভোট দেওয়ার পর এই কথা বলেন রাজস্থান মুখ্যমন্ত্রী। রাজস্থানের মাটিতে কংগ্রেসই জয় ছিনিয়ে আনবে বলে মনে করছেন তিনি। সাংবাদিকদের তিনি জানান, "বিপুল ভোটে কংগ্রেস জিতবে। এখানে কোনও মোদী ফ্যাক্টর কাজ করবে না।"

৩. আজ সকাল সকাল ভোট দেন অশোক গেহলোট ও বসুন্ধরা রাজে। একদিকে কংগ্রেসের কাছে যেমন ক্ষমতায় ফেরার লড়াই, তেমনি বিজেপি চাইছে বর্তমান সরকারের ব্যার্থতার দিকগুলোকে তুলে ধরে জিততে মরিয়া বিজেপিও।

৪. রাজস্থানে ভোট শুরু হল। সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্র গুলিতে ভোটদাতাদের ভির। `এবার রেকর্ড শতাংশ ভোট পড়বে`, নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন রাজস্থানবাসীদের।

First Published: Sunday, December 1, 2013, 11:31


comments powered by Disqus