Last Updated: September 28, 2012 17:36

প্যারিস ফ্যাশন উইকে একটুকরো রাজস্থান তুলে ধরলেন ডিজাইনার মণীশ অরোরা। বৃহস্পতিবার প্যারিস ফ্যাশন উইকের স্প্রিং-সামার কালেকশনস ২০১৩-র মঞ্চে মণীশের থিম ছিল `বোহেমিয়ান হোমেজ টু হিস হোমল্যান্ড`। ভারতীয় পোষাক ও অভিনব ভারতীয় অলঙ্কারের মেলবন্ধন, জুড়ে ছিল গোটা মণীশ অরোরা কালেকশন।
এথনিক রাজস্থানি মোটিফের কমলা রঙের আঙরাখা ড্রেসের সঙ্গে চকচকে চেনমেল প্যান্ট। জিওমেট্রিক টাইগার, প্যান্থর, অ্যান্টলোপ প্রিন্টের কুর্তা, কলারলেস টিউনিক। সঙ্গে দোসর রাজস্থানি কাজের হাত ও মাথার অলঙ্কার। রাজস্থান মানেই জমকালো ঘাগরা, ভারী গয়নার মিথকে ভেঙে শুকনো রাজস্থানের বোহেমিয়ান জীবনকে তুলে আনলেন র্যাম্পে তুলে আনলেন মণীশ।
First Published: Friday, September 28, 2012, 17:36