সিএনএন-আইবিএন-এর সঙ্গে গাঁটছাড়া ছিন্ন করলেন রাজদীপ সারদেশাই, সাগরিকা ঘোষ

সিএনএন-আইবিএন-এর সঙ্গে গাঁটছাড়া ছিন্ন করলেন রাজদীপ সারদেশাই, সাগরিকা ঘোষ

সিএনএন-আইবিএন-এর সঙ্গে গাঁটছাড়া ছিন্ন করলেন রাজদীপ সারদেশাই, সাগরিকা ঘোষসব জল্পনার অবসান। সিএনএন-আইবিএন নিউজ চ্যানেল সঙ্গে দীর্ঘ ৯ বছরের গাঁটছাড়া ছিন্ন করলেন রাজদীপ সারদেশাই। সিএনএন-আইবিএন-এর আর এক স্তম্ভ সাগরিকা ঘোষও তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন।

কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। আজ তার সত্যতা প্রমাণ করে বিখ্যাত এই নিউজ চ্যানেলের এডিটর-ইন-চিফ, ভারতের অন্যতম সেরা সাংবাদিক রাজদীপ সারদেশাই তাঁর সহকর্মীদের বিদায়ী ইমেল পাঠান।

সিএনএন-এর ডেপুটি এডিটর সাগরিকা ঘোষও তাঁর দীর্ঘদিনের সঙ্গ ত্যাগ করলেন এই চ্যানেলের সঙ্গে। সূত্রে খবর, বরখা দত্ত সিএনএন-আইবিএন-এর এডিটর-ইন-চিফ পদে যোগদান করতে পারেন।

সূত্রে খবর, সাগরিকা ইন্ডিয়া টুডে ম্যাগাজিনে যোগদান করছেন। অন্যদিকে,রাজদীপ সারদেশাই আপাতত ব্যস্ত থাকবেন ২০১৪ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে লেখা তাঁর বই নিয়ে।








First Published: Saturday, July 5, 2014, 13:34


comments powered by Disqus