ফের হাসপাতালে রাজেশ খান্না

ফের হাসপাতালে রাজেশ খান্না

ফের হাসপাতালে রাজেশ খান্নাহাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরই ফের হাসপাতালে ভর্তি হলেন রাজেশ খান্না। শনিবার সন্ধ্যেয় তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে। কী কারণে তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হল সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা না গেলেও সূত্রে খবর, শারীরিক দুর্বলতার কারণেই আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ২০ জুন হঠাত্ই জানা যায় খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছেন রাজেশ খান্না। কিন্তু, ভক্তদের উদ্বেগের অবসান ঘটিয়ে তার পরের দিনই বান্দ্রায় নিজের বাংলো `আর্শীবাদ`-এর বারান্দায় দেখা দেন ৬৯ বছরের `কাকা`। তারপরই ২৩ জুন দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফিরে যান গত ৮ জুলাই। শনিবার ফের শারীরিক অবস্থার অবনতির হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গত এপ্রিলেও একবার শ্বাসকষ্টজনিত কারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। স্ত্রী ডিম্পল ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা ২৪ ঘণ্টাই তাঁর সঙ্গে রয়ছেন। সম্প্রতি আর বাল্কি পরিচালিত `হাভেলস`-এর বিজ্ঞাপনে দেখা গিয়েছিল রাজেশ খান্নাকে।






First Published: Sunday, July 15, 2012, 14:52


comments powered by Disqus