আবার হাসপাতালে রাজেশ খান্না

আবার হাসপাতালে রাজেশ খান্না

আবার হাসপাতালে রাজেশ খান্নাগুরুতর অসুস্থ রাজেশ খান্না। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে আজ ভর্তি করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ফেরার পরই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পেটে সংক্রমণের কারণেই বারবার অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গিয়েছে। আপাতত প্রাক্তন স্ত্রী ডিম্পল কাপাডিয়া তাঁকে দেখাশোনা করছেন।

গত বৃহস্পতিবারই তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন ডিম্পল, জামাতা অক্ষয় কুমার ও পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁর বাড়ি আশীর্বাদের বারান্দা থেকে বাইরে উপস্থিত উৎকণ্ঠিত ফ্যানদের উদ্দেশে হাত নাড়েন তিনি। সেই আশ্বাস পেয়ে সকলেই যখন মনে করছিলেন সুস্থ হওয়ার পথে তিনি। কিন্তু গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় আবার হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।

হিন্দি সিনেমার প্রথম `সুপার স্টার` রাজেশ খান্না কেরিয়ার শুরু করেন ১৯৬৬`তে। প্রথম ছবি `আখরি খত`। একার দায়িত্বে বক্স অফিসের বৈতরণী পার করেছেন একের পর এক সিনেমার। ১৯৬৯ থেকে ১৯৭২`এর মধ্যে ১৫টি একক `সুপারহিট` উপহার দিয়েছেন দর্শকদের।

কিছুদিন আগেই তাঁকে টিভিতে দেখা গিয়েছে একটি ফ্যানের বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আর বালকি।

First Published: Saturday, June 23, 2012, 18:22


comments powered by Disqus