Rajiv Gandhi`s assassins don`t deserve mercy, says government in court

রাজীব গান্ধীর খুনিরা প্রাণভিক্ষা পেতে পারেন না, আদালতে দাবি সরকারের

প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার মামলায় তিন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কোনও ভাবেই তাঁদের প্রাণ ভিক্ষা মঞ্জুর করা উচিৎ নয় বলে সুপ্রিম কোর্টে সওয়াল করল সরকার পক্ষ।

তামিলনাডুর পেরারিভালাম, সান্থাম, মুরুগান। তাঁদের প্রাণদণ্ড মার্জনা করা হবে কী না তানিয়ে সিদ্ধান্ত শীর্ষ আদালতের বিচারাধীন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল গোলাম ভাহেনভাতি বলেন, "ওদের প্রাণভিক্ষা দেওয়া হবে, এমন কোনও গুজব রটা উচিৎ নয়।"

এক সপ্তাহ আগেই সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্তদের প্রাণ ভিক্ষা দেওয়া নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছিল।


First Published: Tuesday, February 4, 2014, 17:18


comments powered by Disqus