Last Updated: May 7, 2013 20:02

দিল্লি-১৫৪/৪, রাজস্থান-১৫৫/১ (১৭.৫ ওভার)
রাহুল দ্রাবিড় দেখালেন জয় জিনিসটা কত সহজ। মঙ্গলবার জয়পুরে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে সহজ জয় পেয়ে দ্রাবিড়ের দল প্লে অফের দিকে অনেকটাই এগিয়ে গেল। শিল্পা শেঠির দলের আজকের এই ৯ উইকেটে জয়টা বোঝাল দ্রাবিড় এই আইপিএলের সেরা চমক।
এই ম্যাচে জেতায় রাজস্থানের পয়েন্ট এখন ১২ ম্যাচে ১৬। বাকি চারটে ম্যাচে অন্তত দুটোতে জিতলেই প্লে অফে ওঠা নিশ্চিত দ্রাবিড়দের।
১৫৫ রান তাড়া করতে নেমে ওপেনার দ্রাবিড় আর রাহানে যেভাবে খেললেন তাতে বোঝাই গেল না কখন জয়টা এল। ব্যক্তিগত ৫৩ রানের মাথায় যখন সিদ্ধার্থ কলের বলে আউট হলেন দ্রাবিড় তখন ম্যাচ হাতের মুঠোয় রাজস্থান রয়্যালসের। দ্রাবিড়ের দল আরেক সম্পদ আজিঙ্কা রাহানেও দারুণ খেললেন। রাহানে ৪৫ বলে ৬৩ রানে অপরাজিত থাকলেন। ম্যাচের সেরাও হলেন রাহানে।
ম্যাচের শুরু থেকেই কোণঠাসা ছিলেন সেওয়াগরা। মাত্র ৭৮ রানের মধ্যেই চার উইকেট পড়ে গেছিল দিল্লির। সেখান থেকে দুরন্ত লড়াই করেন বোন রোহার। রোহার ৪০ বলে ৬৪ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেললেন। তবে শেষ অবধি তাঁকে ট্রাজিক নায়ক হিসাবেই থেকে যেতে হল।
First Published: Tuesday, May 7, 2013, 20:02