ফর্মে ফিরলেন রাজ্যবর্ধন সিং রাঠোর, Rajyabardhan Singh Rathore back in form

ফর্মে ফিরলেন রাজ্যবর্ধন সিং রাঠোর

ফর্মে ফিরলেন রাজ্যবর্ধন সিং রাঠোরসাত বছর আগে এথেন্স অলিম্পিকের শুটিং-এ ভারতকে রুপো এনে দিয়েছিলেন তিনি। তারপর দীর্ঘ ব্যর্থতার পর আবার ফর্ম ফিরে পেয়েছেন ভারতের শুটার রাজ্যবর্ধন সিং রাঠোর। কুয়ালা লামপুরে এশিয়ান শটগান শুটিং চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। ব্যাক্তিগত বিভাগে একশ চুরানব্বই পয়েন্ট পেয়ে রাশিয়ার ভিটালি ফোকিভের রেকর্ড ছুঁলেন তিনি। লন্ডন অলিম্পিকের জন্য ছাড়পত্র না পেলেও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জায়গা পাকা করে ফেলেছেন রাঠোর।

First Published: Monday, November 28, 2011, 23:37


comments powered by Disqus