Rajyasabha poll

রাজ্যসভা নির্বাচনে ৪ কংগ্রেস বিধায়ককে দলে পেতে মরিয়া তৃণমূল

রাজ্যসভা নির্বাচনে ৪ কংগ্রেস বিধায়ককে দলে পেতে মরিয়া তৃণমূল এরাজ্যে রাজ্যসভার পাঁচটি আসনে নির্বাচন। বামেরা কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীকে সমর্থন করলে তৃণমূলের একজন প্রার্থীর হার নিশ্চিত। একমাত্র কংগ্রেসের চার বিধায়ককে দলে টানতে পারলে চতুর্থ আসনটিও তৃণমূল রক্ষা করতে পারবে। এখন সর্বশক্তি দিয়ে কংগ্রেসের এই চার বিধায়ককে দলে পেতে চাইছে তৃণমূল।

রাজ্যসভা নির্বাচনে এবার এবার জমজমাট লড়াই। পাঁচটি আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছে ছজন। এরমধ্যে চারজন তৃণমূলের, একজন বাম এবং একজন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী।

সহজ সরল সমীকরণে তৃণমূলের তিন জন ও বাম প্রার্থীর জয় নিশ্চিত। বামেদের বাড়তি ১২টি ভোট পেলে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীর জয় নিশ্চিত কিন্তু শেষ পর্যন্ত সত্যিই কী এতটা সরল থাকবে সমীকরণ? নাকি তলে তলে তৈরি হচ্ছে নতুন অঙ্ক?

সংখ্যাতত্ব বলছে এই মুহূর্তে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ঊনচল্লিশ। তার মধ্যে একজন ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। চতুর্থ আসনে জিততে গেলে তৃণমূলের সামনে কংগ্রেসের দল ভাঙানো ছাড়া পথ খোলা নেই। কংগ্রেসের চার বিধায়ককে ভাঙিয়ে নিতে পারলে তৃণমূলের সব প্রার্থীরই জয় নিশ্চিত।

তৃণমূল সূত্রে খবর এই মুহূর্তেই নয় জন কংগ্রেস বিধায়কের সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস ছাড়লে দলে গুরুত্বপূর্ণ পদ থেকে মন্ত্রিত্ব যে কোনওটি তাঁদের দেওয়া হতে পারে। এমনকি দুই কংগ্রেস বিধায়ককে ব্রিগেড সমাবেশে হাজির করানোরও প্রস্তুতি চলছে। যদিও দল অটুট থাকবে বলে অত্মবিশ্বাসী প্রদীপ ভট্টাচার্য।


First Published: Wednesday, January 29, 2014, 18:24


comments powered by Disqus