Last Updated: February 19, 2013 18:58

বেশ কিছুদিন ধরেই শিরোনামে নেই রাখি সাওয়ান্ত। তাঁর হাতে এখন কোনও কাজও নেই। তাই এবার খানেদের ঝগড়া মেটাতেই মাঠে নেমে পড়লেন রাখি।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের এক টক শোতে রাখিকে প্রশ্ন করা হয়, শাহরুখ আর সলমনের মধ্যে কার সঙ্গে তিনি নৈশভোজে যেতে পছন্দ করবেন। সকলকে অবাক করে রাখি জবাব দেন, "আমি শাহরুখ আর সলমনকে আমার বাড়িতে ডাকব। ওদের জন্য রান্না করব আর আমার হাতের রান্না খেয়ে ওরা আবার বন্ধু হয়ে যাবে"।
আমরাও আশা রাখি তাই যেন হয়। সাহস করে কাজটা সেরেই ফেলুন রাখি!
First Published: Tuesday, February 19, 2013, 18:58