Last Updated: December 4, 2011 20:19

ভারতে প্রতি বছরই দূরারোগ্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয় বহু শিশু। সচেতনতার অভাবে এই মারণ ব্যাধিতে অকালে ঝরে যাচ্ছে বহু অমূল্য ভবিষ্যত্। সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গ-সহ
দেশের বিভিন্ন রাজ্যের বেশ কিছু সংঘটন থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। রবিবার সকালে কলকাতায় দেখা গেল এই প্রয়াসেরই একটি খণ্ডচিত্র।
থ্যালাসেমিয়া নিয়ে সচেতনা বাড়ানোর লক্ষ্যে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় আজ সকালে। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু হয় শোভাযাত্রা। থ্যালাসেমিয়ায়
আক্রান্তরা ছাড়াও মিছিলে সামিল হন বহুমানুষ। মিছিলে হাঁটার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।
First Published: Sunday, December 4, 2011, 20:19