Last Updated: March 5, 2013 18:20

দ্য অ্যাটাকস ২৬/১১ মুক্তির পরই আগামী ছবি সত্য টু-র ট্রেলর লঞ্চ করলেন রামগোপাল ভার্মা। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি সত্য-র সিক্যোয়েল সত্য টু।
ভয়েস ওভার দিয়ে শুরু হচ্ছে ট্রেলর, ভয়েস ওভার দিয়েই শেষ হচ্ছে। ভয়েস ওভারে শোনা যাচ্ছে, ২০১৩ সালের মধ্যে মুম্বই পুলিস অপরাধ জগতের ডনদের নিঃশেষ করে দিয়েছে। দাউদ ইব্রাহিম, ছোটা রাজন, আবু সালেম, ছোটা শকিল সকলেই ধরা পড়েছেন। কিন্তু যতদিন মানুষের মনে অর্থের লোভ থাকবে, ধনীদের প্রতি ঘৃনা ও সমাজব্যবস্থার প্রতি ক্ষোভ জমা থাকবে, ততদিন অপরাধ জগতের অস্তিত্বও টিকে থাকবে। পৃথিবীতে নতুন ডনের জন্ম হবে। নতুন ভাবে।
তেলুগু অভিনেতা সর্বনন্দ রয়েছেন মুখ্য চরিত্রে।
সত্য টু-র ট্রেলর দেখতে ক্লিক করুন
First Published: Tuesday, March 5, 2013, 18:53