রাম-লীলা-খেলা

রাম-লীলা-খেলা

রাম-লীলা-খেলাসঞ্জয় লীলা বনশালির ছবি রাম-লীলা। গুজরাটের প্রেক্ষাপটে রচিত রক্তাক্ত প্রেমকাহিনিতে অভিনয় করেছেন রনবীর সিং, দীপিকা পাডুকোন। একটি বিখ্যাত নাটক অবলম্বনে ছবি বানিয়েছেন সঞ্জয় লীলা বনশালি। দর্শকদের জন্য প্রশ্ন,

রামলীলা ছবির মূল কাহিনি কী এবং কার রচনা?

উত্তর দিন আমাদের সাইটে কমেন্ট করে। শুধুমাত্র সাইটের মাধ্যমে আসা উত্তরই গ্রাহ্য করা হবে।

First Published: Friday, November 29, 2013, 20:57


comments powered by Disqus