আইনি জটিলতার গেরোয় রমার শৈশবের ভিটে

আইনি জটিলতার গেরোয় রমার শৈশবের ভিটে

আইনি জটিলতার গেরোয় রমার শৈশবের ভিটে সুচিত্রা সেনের পাবনার বাড়িটি এখন জামাতের দখলে। বাড়িটি দখলমুক্ত করে সংগ্রহশালা তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।দেশভাগের পর পরিবারের সদস্যদের সঙ্গে এপার বাংলায় চলে আসেন সুচিত্রা সেন। এরপরই অধিগ্রহণ করা হয় পৈত্রিক বাড়িটি।

উনিশশো একাশি সালে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত নেতা মৌলানা আবুল সুহান বাড়িটি লিজ নিয়ে ইয়ম গাজ্জালি ইনস্টিটিউট নামে একটি স্কুল তৈরি করেন। পরে বাড়িটি দখলমুক্ত করে সুচিত্রা সেনের নামে সংগ্রহশালা তৈরির দাবি ওঠে। এই দাবির প্রেক্ষিতেই ২০১০ সালে বাড়িটির লিজ বদল হয়। আদালতে যায় স্কুলের পরিচালন সমিতি। এর জেরেই তৈরি হয় আইনি জটিলতা। বাড়ি দখলের কথা অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, সরকার অন্য জায়গার বন্দোবস্ত করলে তারা সরে যেতে প্রস্তুত।

বাড়ি দখলমুক্ত করতে সরকার কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

First Published: Friday, January 17, 2014, 23:31


comments powered by Disqus