Last Updated: May 1, 2012 21:49

একশ ষোলো বছর আগে উত্তর কলকাতার এক জমিদার বাড়িতে যে ধর্মীয় বিপ্লবের সূচনা, আজ তা দেশ কালের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ও চিরন্তন। মঙ্গলবার ছিল সেই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা দিবস। প্রতিবারের মত এবারও সকাল থেকে মঠ ও মিশনের বিভিন্ন শাখায় ছিল অগনিত ভক্তসমাগম।
১৮৯৭ সালের পয়লা মে বাগবাজারের জমিদার বলরাম বোসের বাড়িতে এই মিশনের স্থাপনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। মূলত গৃহী মানুষের রামকৃষ্ণ উপাসনার পথ প্রসস্ত করতে এই মিশনের স্থাপনা। সেই থেকে প্রতিবছর মে মাসের প্রথম দিনটি গৃহী ও সন্যাসী ভক্তদের কাছে পরম তাত্পর্যপূর্ণ।
শুধু বলরাম মন্দির নয়, মঠ ও মিশনের বিশ্বজোড়া কয়েক লক্ষ শাখায় একযোগে উদযাপিত হয় প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান। সকালে পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মূল অনুষ্ঠান শুরু হয় মঠ ও মিশনের জন্ম সন্ধিক্ষণ বিকেল ৩টে ৩১মিনিটে।
First Published: Tuesday, May 1, 2012, 21:49