জোড়া লাগছে রনবীর -দীপিকার প্রেম?

জোড়া লাগছে রনবীর -দীপিকার প্রেম?

জোড়া লাগছে রনবীর -দীপিকার প্রেম?টিনসেল টাউনের নতুন গসিপ কাপুর এবং পাডুকোনের পুরনো প্রেমের পালে নতুন করে হাওয়া লাগছে। অয়ন মুখার্জী পরিচালিত `ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি` ছবিতে শীঘ্রই কাজ শুরু করবেন রনবীর-দীপিকা। সেই কারণেই নাকি ফাটল ধরছে দীপিকা সিদ্ধার্থের সম্পর্কে।

দীপিকা পাডুকোনকে নিয়ে বলিউড বাজারে খোশ-গল্পের অন্ত নেই। তবে বেশির ভাগ আলোচনাই তার পুরনো প্রেম রনবীর কাপুরকে নিয়ে। সে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে দীপিকার সম্পর্কের খবর ছড়িয়েছিল সর্বত্র। যদিও দুজনের কেউই প্রকাশ্যে একথা জানাননি। অবশ্য দীপিকার পরিবারের সঙ্গে সিদ্ধার্থের ডিনার এবং টিনসেল টাউনের সমস্ত অনুষ্ঠানে হাত ধরে যাওয়ার পর প্রকাশ্যে বলার অবকাশও রাখে না।

সূত্রে খবর, সিদ্ধার্থ নিজে কিছুদিন আগে তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়েছিলেন যে তাঁদের সম্পর্কটি আর চালানো সম্ভব নয়। রনবীরের সঙ্গে দীপিকার নতুন করে বন্ধুত্বই হয়তো তার কারণ। কিন্তু দীপিকা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। সম্প্রতি স্ক্রিন অ্যাওয়ার্ডস আসরে রনবীরের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে হাজির হয়েছিলেন দীপিকা। জনসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে এক্স গার্লফ্রেন্ড দীপিকা পাড়ুকোনের পা ছুঁয়ে আশীর্বাদ চেয়েছিলেন রনবীর কাপুর। এই চূড়ান্ত `মেলোড্রামার` পর স্বাভাবিক ভাবেই গুঞ্জন, তবে কি আবার মিলছেন রনবীর-দীপিকা?





First Published: Saturday, January 28, 2012, 20:54


comments powered by Disqus