Last Updated: March 27, 2014 21:06

মিডিয়ায় প্রকাশ্যে আসার পর থেকেই চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাঁদের সম্পর্ক। সম্পর্ক যখন থাকবে কি থাকবে না, এই টানাপোড়েনে দুলছে তখনই এল স্বস্তির সুর। শোনা যাচ্ছে আগামী বছরই হয়তো গাঁটছড়া বাঁধতে চলেছেন রনবীর কপূর ও ক্যাটরিনা কাইফ। এমনকী, রনবীরের মা নিতু নাকি এর মধ্যেই ছেলের বিয়ের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন।
বিয়ের সিদ্ধান্ত নিয়ে মতের অমিলেই দূরত্ব বেড়েছিল দুজনের। শোনা গিয়েছিল কেরিয়ারের শীর্ষে থেকে নাকি রনবীরকে বিয়ে করতে চাইছেন না ক্যাট। যদিও পরে জানা যায় বিষয়টা পুরোটাই উল্টো। ক্যাটরিনা তৈরি থাকলেও বিয়ে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন রনবীর। ভেঙে পড়েছিলেন ক্যাট।
কপূর তেজ থাকলেও ক্যাটরিনাকে হাতছাড়া করতে কে আর চায়? তাই শেষ পর্যন্ত মাথা নোয়ালেন রনবীরই। ২০১৫-তেই বলিউডে বসছে বিগ ফ্যাট বলিউড ওয়েডিংয়ের আসর।
First Published: Thursday, March 27, 2014, 21:06