লিভ-ইন করবেন রনবীর, ক্যাটরিনা?

লিভ-ইন করবেন রনবীর, ক্যাটরিনা?

লিভ-ইন করবেন রনবীর, ক্যাটরিনা?সম্পর্ক নিয়ে দর্শকদের সবসময়ে ধোঁয়াশায় রাখলেও শোনা যাচ্ছে এবার একধাপ এগোতে চলেছেন রনবীর-ক্যাটরিনা। জল্পনা সত্যি হলে এবার হলে একসঙ্গে থাকবেন তাঁরা।

বান্দ্রায় তাঁদের নতুন বাড়ি সাজানোর কাজ চলছে। সেখানেই লিভ-ইন করবেন রনবীর ক্যাটরিনা। শোনা যাচ্ছে ক্যাটরিনাকে বিশেষ পছন্দ নয় ঋষি কপূরের। আর তাই তাঁকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন রনবীর। অন্যদিকে, বিয়ের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনে সম্পর্ক প্রায় ভাঙতেই বসেছিল দুজনের। তাই মধ্যস্থতায় আসতে হয়তো লিভ-ইনকেই বেছে নিলেন তাঁরা।

এ দিকে কফি উইথ করণের শোয়ে এসে ভাইয়ের বিয়ের পরিকল্পনার কথা শুনিয়েছিলেন করিনা। আপাতত সেই ইচ্ছা বোধহয় শিকেয় তুলেই রাখতে হচ্ছে তাঁকে। দেখা যাক ভবিষ্যতে সত্যি হয় কি না স্বপ্ন।

First Published: Thursday, May 1, 2014, 21:17


comments powered by Disqus