Last Updated: February 5, 2012 21:57

এপর্যন্ত বছরের সেরা অভিনেতার প্রায় সব মুকুট জিতে নিচ্ছেন বলিউডের `ইয়ং ক্রেজ` রনবীর কাপুর। ইমতিয়াজ আলির `রকস্টার`-এ দুর্দান্ত পারফরর্মেন্স রনবীরকে এবছর একের পর এক পুরস্কার এনে দিয়েছে।
তা সত্ত্বেও, অসুস্থতা সাময়িকভাবে রদ করল তাঁর গতি। পিঠে একটি মেদবহুল সিস্টের কারণে ভুগছিলেন তিনি। তবে তাঁর ফ্যানদের জন্য স্বস্তির খবর, ব্রিচ ক্যান্ডি হাসপাতালে অস্ত্রপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন তিনি।
সূত্রে খবর, পিঠে অপরেশনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। খুব জটিল অপরেশন না হওয়ার কারণে কিছু ঘন্টার মধ্যেই উঠতে সক্ষম হয়েছেন তিনি। দৈনন্দিন কাজও বিঘ্নিত হয়নি বলে জানা গেছে। তিনি সেই দিন বাড়িও ফিরে এসেছিলেন। যদিও, অনুরাগ বসু পরিচালিত ছবি `বরফি`র-শুটিং বন্ধ ছিল তাঁর শারীরিক অসুস্থতার কারণে। এবার তিনি পুনরায় শুটিং করতে পারবেন। চিকিত্সকের বক্তব্য ``এই সমস্ত সিস্ট বিপজ্জনক না হলেও অপরেশন না করলে অস্বস্থির কারণ হয়ে দাঁড়াতে পারে। মেদ জমে গ্ল্যান্ড বন্ধ হয়ে গেলে এইরকম সিস্ট হয়।`` রনবীর ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। খুব তাড়াতাড়ি দর্শকরা তাঁকে নতুন ছবিতে, নতুন কোনও চরিত্রে দেখতে পাবেন।
First Published: Sunday, February 5, 2012, 21:57