Last Updated: August 10, 2012 22:25

আনুরাগ বসুর "বরফি"-তে একজন মূক ও বধিরের রোলে রয়েছেন তিনি। কিন্তু রোমান্সে চেনা ছন্দে রণবীর। শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটির নতুন গান "ম্যায় কেয়া করু"। এই গানেই ইলিনা ডি`ক্রুজের সঙ্গে বিন্দাস রোমান্স করতে দেখা গেছে রনবীরকে। গানটিতে সুর দিয়েছেন প্রিতম। এবং গেয়েছেন নিখিল পল জর্জ। গানটির শুটিং হয়েছে উত্তরবঙ্গে।
গত মাসেই ছবিটির ট্রেলর রিলিজ করেছে। প্রথম থেকেই ট্রেলরটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। ফিল্মটি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আনুরাগ জানিয়েছেন ছবিটির জন্য তাঁর প্রথম পছন্দেই ছিলেন বলিউড ক্যাসানোভা রণবীর এবং তাঁকে ছাড়া ফিল্মটি সম্ভব ছিল না। তিনি আরও বলেন বলিউডের হট "লভার বয়" এই ছবিটি না করলে বসু ছবিটিই বানাতেন না। আনুরাগের মতে রণবীর খুবই সহজ প্রকৃতির মানুষ। তাঁর মধ্যে এমন একটা দুষ্টু মিষ্টি ব্যাপার আছে। খুব সহজেই তিনি অন্যদের আপন করে নেন। তাই শুটিং-এর শেষদিন রনবীর যখন সেটের সবাইকে গুড বাই জানিয়েছিল তখন সকলেরই খুব মন খারাপ হয়ে গিয়েছিল, এমনটাই জানিয়েছেন পরিচালক। তিনি বলেন এটাই হল "রনবীর ম্যাজিক"।
ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াও অভিনয় করেছেন অটিস্টিকের চরিত্রে।
First Published: Friday, August 10, 2012, 22:25