Last Updated: January 18, 2013 19:34

শনিবার তৃতীয় একদিনের ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেছে আট বছর। খেলে ফেলেছেন ২১৬টি একিদনের ম্যাচ। কিন্তু এই প্রথম ঘরের মাঠ রাঁচিতে খেলতে নামবেন ধোনি। শুক্রবার অবশ্য চোট পেয়ে সংশয় তৈরি হয়েছিল ধোনির খেলা নিয়ে। পরে ভারত অধিনায়ক জানিয়ে দেন তিনি ২০০ শতাংশ ফিট।
ধোনিমুখর রাঁচি অনেক প্রত্যাশায় রয়েছে, রাত পোহালেই একটাই ডাক জেএসসিএ স্টেডিয়াম চল। ইতিমধ্যে হাউসফুল ৩৫ হাজার আসন। কতটা আবেগ জড়িয়ে রয়েছে আগামিকালের ম্যাচ নিয়ে যত বেশি বলা যায় হয়ত তত কম হবে।
রাঁচির নতুন স্টেডিয়ামে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট হতে চলেছে। ম্যাচ ঘিরে তুমুল উত্সাহ ধোনির শহরে। ম্যাচ জিতলেই সিরিজে ২-১ এ এগিয়ে যাওয়ার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। রাঁচিতে ভারতীয় দলে পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। গত ম্যাচে ১২৭ রানে জেতার পর প্রথম একাদশ একই থাকছে মোটামুটি নিশ্চিত। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজও জিততে পারেনি ধোনির দল। ইংল্যান্ডের বিরুদ্ধেও আপাতত সিরিজ সমানে সমানে। ঘরের মাঠ থেকেই কী ভাগ্যের চাকা ঘুরবে ধোনির। আপাতত সবাই তাকিয়ে সেইদিকেই।
First Published: Friday, January 18, 2013, 19:34