জলে আলোর রঙ্গোলি

জলে আলোর রঙ্গোলি

জলে আলোর রঙ্গোলি ফ্লোরে বা থালার ওপর রঙ্গোলি অনেক করেছেন। জলে ফ্লোটিং দিয়াও জ্বালিয়েছেন। এবারে পুরো ব্যাপারটাই নিয়ে আসুন একসঙ্গে। রং, পাঁপড়ি আর প্রদীপ সাজান জলে রঙ্গোলি।

কী কী লাগবে

একটা বড় কাঁচের বাটি
সাদা ট্যালকম পাউডার
গুঁড়ো রং(পছন্দ মতো)
ফুলের পাঁপড়ি(পছন্দ মতো)
মাটির প্রদীপ
তেল-২ টেবিল চামচ
বরফ ঠান্ডা জল
চা ছাঁকনি

কীভাবে বানাবেন

১.কাঁচের বাটিতে ২ টেবিল চামচ তেল দিয়ে তার ওপর বরফ ঠান্ডা জল ভর্তি করে দিন।
২.যদি রঙ্গোলি বেস সাদা রাখতে চান তাহলে চায়ের ছাঁকনি দিয়ে সাদা ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। রঙিন বেস চাইলে যে কোনও রং সাদা ট্যালকম পাউডারে মিশিয়ে নিতে পারেন।
৩.বেসের ওপর দিয়ে পছন্দ মতো রং ছড়িয়ে পছন্দ মতো ডিজাইনের বর্ডার করে নিন।
৪. ফুলের পাঁপড়ি দিয়ে ডিজাইন ভরাট করে নিন।
৫. ছোট ছোট প্রদীপ জ্বালিয়ে ডিজাইনের চারপাশে সাজিয়ে দিন।

First Published: Thursday, October 31, 2013, 22:16


comments powered by Disqus