Last Updated: October 13, 2013 22:30

মুম্বইয়ের মুখার্জি বাড়ির পুজো। পুজো এখানে সত্যিই এক মিলনমেলা। নবমীতে এই পুজোয় ভোগপ্রসাদ নিলেন প্রায় ১৪ হাজার মানুষ। আর সেই পরিবেশনে দাঁড়িয়ে থেকে তদারকি করলেন অভিনেত্রী কাজল। উপস্থিত ছিলেন বলিউড তারকা রানি মুখার্জিও।
শুরু করেছিলেন শশধর মুখার্জি। সেই ধারায় এখনও কোনও পরিবর্তন হয়নি। পরিবর্তন যা হয়েছে, তা শুধু স্থানে। আগে হতো বাড়ির আঙিনায়। এখন হয় জুহুর অভিজাত হোটেলে। কিন্তু, তাতে এতটুকুও হারায়নি পুজোর স্পিরিট। আজও সাবেকিয়ানায় এতটুকু চিড় ধরেনি এই পুজোয়। নবমীর সকালে আজও ভোগপ্রসাদ পরিবেশনে হাত লাগান কাজল। আর বলিউডের তারকাদের পাশে বসেই সেই প্রসাদ খেলেন প্রায় চোদ্দ হাজার মানুষ।
শুধু কাজলই না। মুখার্জি বাড়ির পুজো মানেই তো রানি মুখার্জিও। নবমীর সন্ধেবেলাতেও দেখা গেল তাঁকে। আত্মীয় পরিজন, বন্ধুদের সঙ্গে গল্পে জমে গেলেন বলিউডের ব্যস্ত নায়িকা। চারদিনের উত্সবকে কেন্দ্র করে জুহুর এই পুজো মণ্ডপ যেন এক মিলনমেলা।
First Published: Sunday, October 13, 2013, 22:30