Last Updated: January 31, 2014 19:38
শাসক দলের বিরুদ্ধে জোর করে পঞ্চায়েত দখলের অভিযোগ আগেই ছিল। এবার ছাত্র সংসদ দখল করল তৃণমূলের ছাত্র সংগঠন। বহিরাগত দুষ্কৃতীদের সাহায্যে রানিগঞ্জ গার্লস কলেজের ছাত্র সংসদ দখলের অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে।
গত ২৯ তারিখ ছাত্র সংসদ ভোটে ১৩টি আসনে জেতে এসএফআই। তৃণমূল ছাত্র পরিষদ জেতে ১০টি আসনে। সংসদ গঠনে আজ কলেজে যান এসএফআইয়ের জয়ী প্রার্থীরা। সেই সময়ই তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। এসএফআই-এর নির্বাচিত সদস্যদের ঢুকতে না দিয়ে ছাত্র সংসদ গঠন করে টিএমসিপি। প্রতিবাদে রানিগঞ্জ থানা ঘেরাও করে এসএফআই। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছে বাম ছাত্র সংগঠন।
First Published: Friday, January 31, 2014, 19:38