Last Updated: January 24, 2013 11:35

অল ত্রিপুরা টাইগার ফোর্স নেতা রঞ্জিত দেববর্মাকে গ্রেফতার করল ত্রিপুরা স্টেট রাইফেলস। ধৃত রঞ্জিত দেববর্মা ত্রিপুরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন টাইগার ফোর্সের চেয়ারম্যান।
দিন কয়েক আগে বাংলাদেশে সামরিক গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়েছিলেন এই জঙ্গিনেতা। গতকাল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার সিধাই এলাকা দিয়ে রঞ্জিত দেববর্মাকে পুশ ব্যাক করায় বাংলাদেশ। সেসময় ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা তাঁকে গ্রেফতার করে। অস্ত্র চোরাচালান ও ষড়যন্ত্রের অভিযোগে দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল ইন্টারপোল। আজ ধৃত ওই জঙ্গিনেতাকে আদালতে তোলা হবে।
First Published: Thursday, January 24, 2013, 11:35