Last Updated: May 5, 2014 14:52

মূক ও বধির এক তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা। ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তি। গতকাল রাতে উত্তর কলকাতার যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ের ঘটনা।
তরুণীর অভিযোগ, কাল রাতে বাড়ি ফেরার পথে মধ্য চল্লিশের দুই ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তোলে। সেখানেই তাকে মারধর করে ধর্ষণের চেষ্টা হয়।
সন্দেহজনক গাড়িটিকে দেখে গাড়ির পেছনে ধাওয়া করে পুলিস। বেশকিছুটা যাওয়ার পর গাড়িটি ধরে ফেলে পুলিস। গাড়ি থেকে উদ্ধার কর হয় তরুণীকে। গ্রেফতার করা হয় গাড়ির চালক বাপি দাস ও তার সঙ্গী উত্তম বাপুলিকে। পুলিস সূত্রের খবর বছর তিরিশের ওই মূক বধির তরুণী বাগমারি এলাকার বাসিন্দা। তিনি পরিচারিকার কাজ করেন।
First Published: Monday, May 5, 2014, 15:04