Last Updated: August 3, 2012 16:09

গুড়াপের হোমে গুড়িয়া-কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত শ্যামল ঘোষের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা রুজু করল সিআইডি। গুড়াপের হোমের এক আবাসিকের অভিযোগের ভিত্তিতে, তার বিরুদ্ধে ৩৭৬ ধারায় মামলা শুরু করছে সিআইডি। এতদিন শ্যামল ঘোষের বিরুদ্ধে হোমেরই এক মানসিক প্রতিবন্ধী আবাসিক গুড়িয়াকে খুন ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এনেছিল সিআইডি।
খেজুরদহ গ্রামের দুলাল স্মৃতি সংসদ হোম বন্ধ হয়ে যাওয়ার পর ওই হোমের আবাসিকদের অন্যান্য হোমে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদেরই একজন জাঙ্গিপাড়ার হোমে গিয়ে, শ্যামল ঘোষের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ আনেন। তার পরিপ্রেক্ষিতেই এবার গুড়ি কাণ্ডের মূল অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করল সিআইডি। এর আগে ওই হোমের সঙ্গে যুক্ত আরও এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা শুরু করেছে রাজ্য গোয়েন্দা দফতর।
First Published: Friday, August 3, 2012, 16:09