বসিরহাটে ধর্ষণের অভিযোগ, দোলে বারাসতে শ্লীলতাহানির অভিযোগ

বসিরহাটে ধর্ষণের অভিযোগ, দোলে বারাসতে শ্লীলতাহানির অভিযোগ

বসিরহাটে ধর্ষণের অভিযোগ, দোলে বারাসতে শ্লীলতাহানির অভিযোগবসিরহাটের কচুয়া গ্রামে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

রবিবার বিকেলে মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন কচুয়া গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ। সে সময় তাঁর ওপর চড়াও হয় পাশের গ্রামের এক যুবক। মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মহিলার চিত্কারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে যুবককে তাড়া করেও ধরতে পারেননি তাঁরা।

মহিলাকে প্রথমে ধান্যপুড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিত্সা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় বসিরহাট মহকুমা হাসপাতালে। পুলিস ওই যুবকের খোঁজে তল্লাসি শুরু করেছে।

এদিকে, উত্তর চব্বিশ পরগনার বারাসত সূর্য সেন পল্লিতে শ্লীলতাহানির অভিযোগ উঠল। এলাকার ১৫-১৬ জন যুবক রঙ মাখানোর জন্য মহিলার বাড়িতে চড়াও হয়। আপত্তি জানান মহিলা। বাধা দেন মহিলার আত্মীয়রাও। সে সময় মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মহিলার শ্বশুরকেও মারধরা হয় বলে অভিযোগ। বারাসত থানায় মহিলা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন।

First Published: Monday, March 17, 2014, 08:40


comments powered by Disqus