পার্ক স্ট্রীট কায়দায় গাড়িতে তুলে গণধর্ষণ চেতলায়

পার্কস্ট্রিট কায়দায় গাড়িতে তুলে গণধর্ষণ চেতলায়

পার্কস্ট্রিট কায়দায় গাড়িতে তুলে গণধর্ষণ চেতলায়পার্ক স্ট্রীট কাণ্ডের পুনরাবৃত্তি রাতের কলকাতায়। ঠিক একই ভাবে গড়িতে তুলে অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এবারে ধর্ষিতাকে গাড়িতে তোলা হয় চেতলা থেকে। তারপর কোনও এক অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের পর ফের চেতলাতেই তাঁকে গাড়ি থেকে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা।

অভিযোগকারিনীর বক্তব্য অনুযায়ী শনিবার রাতে তিনি যখন আয়ার কাজ করে বাড়ি ফিরছিলেন সেই সময় চেতলা থেকে ৩-৪ জন অপরিচিত যুবক তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর কোনও এক অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের পর তাঁকে চেতলার একটি বহুতলের সামনে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রবিবার সকালে ওই বহুতলেরই নিরাপত্তারক্ষীদের সাহায্যে চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। রবিবারই এসএসকেএমে তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত ব্যক্তির নাম ছেনো। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই তদন্ত শুরু করেছে পুলিস।






First Published: Monday, August 13, 2012, 18:28


comments powered by Disqus