গিরিশ পার্কে গণধর্ষণ নার্সকে, নারী নিরাপত্তায় কলকাতা ফের বেআব্রু

গিরিশ পার্কে গণধর্ষণ নার্সকে, নারী নিরাপত্তায় কলকাতা ফের বেআব্রু

গিরিশ পার্কে গণধর্ষণ নার্সকে, নারী নিরাপত্তায় কলকাতা ফের বেআব্রুকলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ। নিগৃহীতা মহিলা পেশায় নার্স। গতকাল রাত আটটা নাগাদ গিরিশ পার্কের যোগেশ দত্ত লেন সংলগ্ন এলাকায় তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ নিগৃহীতার। আজ সকালে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার জন্য গতকাল সকাল এগারোটা নাগাদ তিনি চিনার পার্ক এলাকায় দাঁড়িয়েছিলেন।

সেইসময়ই চার যুবক তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। কিন্তু সকাল এগারোটা থেকে রাত আটটা, মাঝের এই ন-ঘণ্টা তাঁকে কোথায় রাখা হয়, ঠিক কী কী হয়েছিল  তাঁর সঙ্গে, তা নিয়ে এখনও অন্ধকারে পুলিস। এবিষয়ে স্পষ্ট করে এখনও কিছু বলতে পারেননি অভিযোগকারী মহিলাও। তাঁকে মাদক খাওয়ানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।        

First Published: Monday, October 28, 2013, 11:48


comments powered by Disqus