ধর্ষককে বাঁচাতে বয়স কমানোর অভিযোগ

ধর্ষককে বাঁচাতে বয়স কমানোর অভিযোগ, সন্তোষপুরে ভাঙচুর

ধর্ষককে বাঁচাতে বয়স কমানোর অভিযোগ, সন্তোষপুরে ভাঙচুরসন্তোষপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বাড়ি ভাঙচুর করল স্থানীয় বাসিন্দারা। অভিযোগ গত রবিবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগে রবীন্দ্রনগর থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। এরপরেই শুভদীপ মহান্তি নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিস।

আজ ওই যুবকের বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যুবকের বয়স ১৮ হওয়া সত্বেও তাঁর বয়স কমিয়ে ১৪ দেখানো হয়েছে। যুবকের শাস্তি কমানোর জন্যই  বয়স ভাঁড়ানো হয়েছে বলে দাবি বাসিন্দাদের। 







First Published: Tuesday, April 23, 2013, 21:57


comments powered by Disqus