Last Updated: July 10, 2012 21:26

ফের ধর্ষণের অভিযোগ কলকাতার বুকে। পেয়িংগেস্টকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলিপুর রোড এলাকার ৭৭-এল বাড়িতে। চেতলা থানায় ধর্ষণের বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক বাড়ির মালিক ইন্দু বসু। যদিও অভিযুক্তের পরিবারের তরফে সব অভিযোগই অস্বীকার করা হয়েছে।
গত ১৮ জুন তাঁকে ধর্ষণ করা হয়ে বলে জানিয়েছেন অভিযোগকারিনী। যদিও গৃহকত্রী রত্না বসুর অভিযোগ, ওই দিনই ওই বাড়িতে থাকতে আসেন অভিযোগকারিনী। সকালবেলা বাবার সঙ্গে এসে চলে যান। তারপর বিকেলে ফের এক যুবকের সঙ্গে ৭৭-এল বাড়িতে থাকতে আসেন ওই যুবতী। রত্না দেবীর আরো অভিযোগ, ধর্ষণের ঘটনাটি ১৮ জুন ঘটলেও চেতলা থানায় অভিযোগ দায়ের করা হয় ৯ জুলাই। অভিযোগ জানাতে কেন এতটা সময় নিলেন অভিযোগকারিনী সেই বিষয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি। অভিযোগকারিনী জানিয়েছেন ঘটনার পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।
First Published: Tuesday, July 10, 2012, 22:11