উত্তরপ্রদেশে ফের ধর্ষণ, এবার শিক্ষিকাকে ধর্ষণ ছাত্রের

উত্তরপ্রদেশে ফের ধর্ষণ, এবার শিক্ষিকাকে ধর্ষণ ছাত্রের

উত্তরপ্রদেশে ফের ধর্ষণ, এবার শিক্ষিকাকে ধর্ষণ ছাত্রেরফের সেই উত্তরপ্রদেশ। ফের প্রশ্নের মুখে আখিলেশ যাদবের রাজ্যে নারী সুরক্ষা। গত সপ্তাহের শনিবার এবার ২৩ বছরের এক শিক্ষিকাকে অপহরণ করে ধর্ষণ করল এক কলেজ ছাত্র। ঘটনাটি মুজফফর নগরের বালওয়াখেরি গ্রামের।

ঘটনাস্থলে উপস্থিত মূল অভিযুক্তের দুই বন্ধু এই ঘটনার ভিডিও রেকর্ডিং করে নিগৃহীতা শিক্ষিকাকে ব্ল্যাকমেল করে বলে অভিযোগ। ওই শিক্ষিকা টিউশন পড়িয়ে বাড়ি ফেরার সময় ভয়াবহ এই ঘটনাটি ঘটে।

নিগৃহীতা জানিয়েছেন`` বাড়ি ফেরার সময় মোহিত (মূল অভিযুক্ত) পিছন থেকে এসে আমার মুখ চেপে ধরে। আমাকে টেনে ছিঁচরে একটা ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এরপর ফোন করে মোহিত তার দুই বন্ধুকে ডেকে আনে। ওই দু`জন তাদের মোবাইলে আমাকে ধর্ষণ করার ভিডিও তোলে। ওরা আমাকে হুমকি দেয়, আমি যদি এ বিষয়ে মুখ খুলি তাহলে ওরা আমার ভিডিও ফাঁস করে দেবে।``

অভিযুক্ত তিন কলেজ ছাত্রকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিস।

দু`সপ্তাহ আগেই এই মুজফফরনগরে বছর ২০-এর এক তরুণীকে গণধর্ষণ করে ৮ ব্যক্তি। একই ভাবে ধর্ষণের ভিডিও রেকর্ডিং করে তারা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়। এই বিষয়ে পুলিসের কাছে অভিযোগ দায়ের করলে তারা ভিডিওটি অনলাইনে প্রকাশ করে দেবে বলেও নিগৃহীতাকে হুমকি দেয় অভিযুক্তরা।

First Published: Monday, July 7, 2014, 15:07


comments powered by Disqus