Last Updated: December 13, 2013 21:55

ধর্ষণ সংক্রান্ত কোনই আইন, প্রতিবাদই বন্ধ করতে পারছে না বিকৃত মানসিকতাকে। বাদ যাইনি পশ্চিমবঙ্গও। এবার আরও এক ঘৃণ্য ঘটনার সাক্ষী থাকল এই রাজ্য। বাবার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ জানাল নাবালিকা মেয়ে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।
দীর্ঘদিন ধরেই ওই নাবালিকাকে তার বাবা ধর্ষণ করত বলে অভিযোগ। এমনকি বাধা দিলে তাকে ব্যাপক মারধরও করা হত বলে অভিযোগ। নির্যাতন সহ্য করতে না পেরে শেষপর্যন্ত বাবার বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস।
First Published: Friday, December 13, 2013, 21:55